ওয়েস্ট ইন্ডিজের সাথে ছয় উইকেটে হারলো বাংলাদেশ লিজেন্ডস

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে মনে রাখার মতো শুরু করতে পারলো না বাংলাদেশ লিজেন্ডস। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের কাছে ছয় উইকেটে হেরে আসর শুরু করেছে টাইগাররা। ৯৮ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ বলার মতো প্রতিরোধও গড়তে পারেনি নিজেদের উদ্বোধনী ম্যাচে।

কানপুরে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে মাত্র ৯৮ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন উইকেটরক্ষক ব্যাটার ধীমান ঘোষ। ২৭ বলের মোকাবেলায় তিনি হাঁকাতে পারেননি কোনো চার-ছক্কা। এছাড়া অলক কাপালি ২০ বলে ১৯, আব্দুর রাজ্জাক ১০ বলে ১৩ ও আফতাব আহমেদ ১৫ বলে ১৩ রান করেন।

কার্ক এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের হয়ে ক্রিশমার স্যান্টোকি শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুলেমান বেন ও ডেভ মোহাম্মদ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয়রা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ডোয়াইন স্মিথ একাই হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশের বোলারদের। তার ৪২ বলে ৯টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে গড়া ৫১ রানের ইনিংসে দল পেয়ে যায় জয়ের ভিত। স্মিথ বিদায় নেওয়ার পর অধিনায়ক কার্ক এডওয়ার্ডসের ১৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দল। ৬ বলে ৯ রান করে অপরাজি থাকেন উইলিয়াম পার্কিন্স।

বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে একটি করে উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ ও অলক কাপালি।