ওপর থেকে তাজমহল দেখতে ডানা বেঁধে আকাশে

পাখির চোখে দেখা গেলো বিশ্ব ঐতিহ্য তাজমহল। ফ্রেদেরিক ফুগেনের নেতৃত্বে ৩ রোমাঞ্চপ্রিয় উইংস্যুট পরে উড়লেন আগ্রার আকাশে।

সোমবার (১৭ অক্টোবর) একটি সেনা বিমানে তাজমহলের ওপরে যান অ্যাডভেঞ্চারপ্রেমীরা। ৫ হাজার ফুট উঁচু থেকে লাফিয়ে পড়েন। এসময় তাদের গতিসীমা ছিল ঘণ্টায় দেড়শ কিলোমিটার।

ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে ভিন্নভাবে দেখাতেই ছিল তাদের এ উদ্যোগ।

image_pdfimage_print