এবারের শীতে বিদ্যুৎ সংকটে পড়তে পারে ব্রিটেন

এ বছরের শীত মৌসুমের শুরুতেই বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে ব্রিটেন। খবর হাফিংটন পোস্টের।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির ন্যাশনাল গ্রিড কর্তৃপক্ষের বরাতে হাফিংটন পোস্ট জানিয়েছে, এবারের শীতে দিনে গড়ে তিন ঘণ্টা করে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইউরোপ থেকে বিদ্যুৎ এবং পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি আমদানি করতে না পারলে এই সংকট দেখা দিতে পারে।

ব্রিটেনের বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ জানিয়েছে, মোট চাহিদার প্রায় ৬ শতাংশ পর্যন্ত ঘাটতি হতে পারে এবারের শীতে। কিছুদিন আগে দেশটির জরুরি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রগুলো পুনরায় চালু করা হয়। তবে তীব্র শীতে গ্যাসভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলো বন্ধ করে দিতে পারে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে লোডশেডিংয়ের মুখে পড়বে দেশটি।

এর আগে, আসন্ন শীতে জ্বালানি রফতানি প্রবাহকে ঠিক রাখতে ইউরোপের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

image_pdfimage_print