উন্নয়নের গল্পগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন মেয়র আতিকুল


+
সাংবাদিক এম. আব্দুল্লাহ আল মামুন খানের লেখা‘উন্নয়নের গল্পগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনের কনফারেন্স হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের অভিযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব সূচকেই দেশের অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। ‘উন্নয়নের গল্পগাথা’ অসাধারণ একটি বই। সরকারের মেগা প্রকল্পসমূহ এখানে বর্ণাঢ্য ক্যানভাসে উঠে এসেছে। এর মাধ্যমে সরকারের উন্নয়নের সুফল ও বাস্তবায়নের বিষয়ে ব্যাপকভাবে জানার সুযোগ তৈরি হবে। নাগরিক সচেতনতাও বৃদ্ধি পাবে।

বইটির প্রকাশক নবচিন্তা প্রকাশনের স্বত্বাধিকারী শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির লেখক এম. আব্দুল্লাহ আল মামুন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, রাজিয়া সুলতানা ইতি ও শাহিন আক্তার সাথী।