কাতারের দল ঘোষণার পর থেকেই যেন ইনজুরির খড়গ ঝুলছে ফ্রান্সের ওপর। এবার যোগ হলো আরেক নাম। তিনি আর অন্য কেউ নন ফ্রান্সের অন্যতম মিড ফিল্ডার পল পগবা। হামস্ট্রিংয়েরইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হলো কাতার বিশ্বকাপ থেকে।
তার এজেন্ট রাফায়েল পিমিন্টা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জুলাইতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। এর আগে আরেক ফ্রান্স মিড ফিল্ডার কন্তে হামেস্ট্রিং এর ইনজুরির জন্য ছিটকে গেছেন ২০২২ কাতার বিশ্বকাপ থেকে।
ফ্রান্সের মাঝ মাঠের গুরুত্বপূর্ণ এই দুই প্লেয়ারকে না পাওয়া কাল হয়ে দাঁড়াতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য।
তবে দলের এমন অবস্থায় দুই তরুণ মিড ফিল্ডারের কপাল খুলতে পারে। তারা হলেন- স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দুই তরুণ কামাভিঙা এবং চুয়ামিনি।
সাম্প্রতিক রিয়াল মাদ্রিদের হয়ে ইউসিএল জয়ে এদের ভূমিকা ছিলো চোখে পরার মতো। ফলেই এই তরুণদের দিকে হয়তো নজর থাকবে এবার।