ইউক্রেনের পূর্বাঞ্চলে ডিনিপ্রো শহরের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২ জন নিহত হয়েছে ও ২৩ জন আহত হয়েছে। খবর বিবিসি’র।
আহত ২৩ জনের মধ্যে ২১ জন হাসপাতালে আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেন, হামলায় তিন ও ছয় বছর বয়সী দু’জন শিশু আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধা অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোঁড়া ১৭টি মিসাইল ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ডিনিপ্রো ও খারকিভ শহরে আঘাত হানে।