সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের মুন্সিপাড়ার বাসায় হামলার ঘটনায় ঘটেছে।
শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে আসা কতিপয় দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায়। হামলাকারীরা তার বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বাসার লোকজনকে গালিগালাজ করে। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, দুর্বৃত্তরা প্রথমে ‘নারায়ে তকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। তার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা
কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, হামলাকারীরা মুন্সিপাড়া একটি ক্লাবের পাশাপাশি কাউন্সিলরের বাসায়ও হামলা চালিয়েছে। সেখানকার একটি ক্লাব নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটতে পারে।