আ. লীগ নয়, মুচলেকা দিয়ে দেশ ছাড়ার ইতিহাস বিএনপির রয়েছে: কাদের

আওয়ামী লীগ নয়, মুচলেকা দিয়ে দেশ ছাড়ার ইতিহাস বিএনপির রয়েছে। পরিস্থিতি যাই হোক জেলে গেলেও দেশ ছেড়ে আওয়ামী লীগ পালাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে তাতে দলটির পতনধ্বনি শোনা যাচ্ছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করে তিনি।

তিনি বলেন, সুবিধা মতো সংবিধান ব্যবহারের কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো দেশে তা হয় না। শেখ হাসিনাকে টার্গেট করে যারা ২১ আগস্ট ঘটিয়েছে, তাদের থেকে প্রতিহিংসা পরায়ণ আর কেউ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।