অল-রাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত বোলিং  দেখালেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১ উইকেট নিলেও রান দিয়েছিলেন ৩৪। আজ দেখা গেল সেই সাকিবের আসল রূপ। বিশ্বসেরা অল-রাউন্ডার আজ উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়ায় ছিলেন হাড়কিপ্টে। ইতোমধ্যেই তার বোলিংয়ের কোটা শেষ হয়ে গেছে।

টস জিতে আজ ফিল্ডিং বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকেই মুম্বাই ব্যাটসম্যানদের চেপে ধরে নাইট বোলাররা। দলীয় ১০ রানে কুইন্টন ডি কককে (২) ফিরিয়ে নাইটদের ব্রেক থ্রু দেন বরুণ চক্রবর্তী। এরপর ৭৬ রানের জুটি গড়েন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। ‘হিটম্যান’ খ্যাতত রোহিত একটু রয়েসয়ে খেললেও সূর্যকুমার ছিলেন মারকাটারি। প্যাট কামিন্সকে ছক্কা মেরে ৩৩ বলে ফিফটি পূরণ করেন।

৫৬ রানেই সূর্যকুমারকে শুভমান গিলের তালুবন্দি করে এই জুটির অবসান ঘটান সাকিব আল হাসান। ৩৬ বলে ৭ চার ২ ছক্কায় ৫৬ রান করে ফিরেন সূর্যকুমার। ৪ ওভার বল করার পর সাকিবের শিকার ১ উইকেট। মাত্র ৫.৭৫ ইকনোমিতে রান দিয়েছেন মাত্র ২৩; বাকি বোলারদের মাঝে সর্বনিম্ম। সেইসঙ্গে কোনো এক্সট্রা রান দেননি। একটি বাউন্ডারি খেলেও কোনো ছক্কা হজম করেননি। এবার দেখার, ব্যাট হাতে কেমন করেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

image_pdfimage_print