রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় এবার প্রতিবাদ জানালেন ঢালিউড কিংখান খ্যাত অভিনেতা শাকিব খান। আজ বুধবার তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার নিন্দা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। দেশের স্বার্থে সৎ সাংবাদিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এমন ঘটনায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নিয়েও তিনি চিন্তিত
পেশাগত দায়িত্ব পালনের জন্য গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। সেদিন রাতে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে দেওয়া হয় মামলা। গতকাল ১৮ মে শাহবাগ থানা থেকে তাঁকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে তাঁকে গাজীপুরের কাশিমপুরে কারাগারে নেওয়া হয়।
সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা নজরে এসেছে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় তারকার। শাকিব খান লিখেছেন, ‘দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!’
রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য হিন্দু, স্ট্রেইটস টাইমস, এবিসি নিউজ, বার্তা সংস্থা এএফপিসহ বেশ কিছু সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে এই সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদমাধ্যমগুলো সৎ সাংবাদিকতায় উৎসাহিত করেছে। শাকিব খান লিখেছেন, ‘একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।’