১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড

জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড করাচি ও লাহোরে এই সাতটি ম্যাচ খেলবে। সিরিজ শুরু হবে করাচিতে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সেপ্টেম্বরের ২০, ২২, ২৩ ও ২৫ তারিখ হবে প্রথম চারটি টি-টোয়েন্টি। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরের তিনটি টি-টোয়েন্টি হবে সেপ্টেম্বরের ২৮, ৩০ ও অক্টোবরের ২ তারিখ।

২০০৫ সালের সেপ্টেম্বরে, অর্থাৎ ১৭ বছর আগে ইংল্যান্ডের সবশেষ পাকিস্তান সফরে ছিল তিনটি টেস্ট ও পাঁচ ওয়ানডে। টেস্ট তিনটি হয়েছিল মুলতান, ফয়সলাবাদ ও লাহোরে। পাকিস্তান ২-০ ব্যবধানে জিতেছিল টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজও ৩-২ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। লাহোরে দুটি, করাচিতে একটি ও রাওয়ালপিন্ডিতে হয়েছিল সেই পাঁচটি ওয়ানডে।

ইংল্যান্ডের এবারের পাকিস্তান সফরে টেস্ট সিরিজও আছে। তবে সেটি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ইংল্যান্ড টেস্ট দল ডিসেম্বরে ফিরবে পাকিস্তানে। সিরিজে আছে তিনটি টেস্ট। সেগুলোর সূচি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।