The High Court ordered to start eviction of 1 thousand 84 brick kilns within 72 hours

ঢাকা ও বরিশাল অঞ্চলের অবৈধ ১ হাজার ৮৪টি ইটভাটায় ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদ শুরু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।

দুই বিভাগের বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও দুই পরিচালককে এ নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ- এইচআরপিবি’র আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

শুনানি শেষে আইনজীবী মনজিল মোরেসেদ জানান, এ নির্দেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব পর্যবেক্ষণ কমিটি করেছেন বলে আদালতে প্রতিবেদন দিয়েছেন। প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও কোনো পদক্ষেপ নেয়া হয় না বলে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করা হয়।