হতবাক, বিধ্বস্ত, শোকস্তব্ধ বাংলাদেশের ক্রিকেট!

অস্ট্রেলিয়ার লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু সারাবিশ্বের জন্য প্রচণ্ড ধাক্কা হয়ে এসেছে। মাত্র ৫২ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসার কোনো সুযোগই দেননি। কিংবদন্তির এমন মৃত্যু কেউ বিশ্বাসই করতে পারছেন না।

সোশ্যাল সাইটে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে। ‘

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘একজন কিংবদন্তির চলে যাওয়া… শেন ওয়ার্ন, এই খেলাটির অন্যতম সেরা বোলার …। ‘

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘শেন ওয়ার্নের দুঃখজনক খবর শুনে বিধ্বস্ত। আমি সম্পূর্ণ হতবাক এবং এটা বিশ্বাস করতে পারছি না। ‘ আরেক পেস তারকা তাসকিন আহমেদ ওয়ার্নের একটা ছবি পোস্ট করে শুধু লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি। ‘

ওয়ার্নের ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি এই খবর শুনে যে, শেন ওয়ার্ন আর নেই! কিংবদন্তি, খুব তাড়াতাড়ি চলে গেলে…। ‘সৌম্য সরকার লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি’। রুবেল হোসেন লিখেছেন, ‘লেগ স্পিনের রাজা। অন্যতম সেরা লেগ স্পিন বোলার। শান্তিতে ঘুমান কিংবদন্তি। ‘ এমন অসংখ্য শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল সাইট। ওয়ার্নের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রডনি মার্শ আর শেন ওয়ার্নের একসঙ্গে ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ক্রিকেটের দুই সত্যিকারের কিংবদন্তি শেন ওয়ার্ন এবং রডনি মার্শের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। ‘