বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে মুশফিকের ৬০ বলে ১০০ রানের ইনিংসটাই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিলো সাকিব আল হাসানের। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সাকিব।
সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের একেবারে শেষ বলে এসে গ্রাহাম হিউমের কাছ থেকে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। ৬০ বলে ১৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় তিন অংকের ঘরে পৌঁছান তিনি। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের এটা ৯ম সেঞ্চুরি।
আজকের এই ইনিংসটি মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংসও। ন্যূনতম ফিফটি পেয়েছেন এমন ইনিংসগুলো বিচারে আজ তার ১৬৬.৬৬ স্ট্রাইকরেটের ইনিংসই সর্বোচ্চ।
এছাড়া তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এ সংস্করণে ৭ হাজার রানের দেখা পেয়েছেন মুশফিক।
দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড তামিমের। ক্যারিয়ারের ২০৬তম ম্যাচ ও ২০৪তম ইনিংসে এসে ৭ হাজার রানের দেখা পেয়েছিলেন তামিম। এই সংস্করণে অভিষেকের পর মাইলফলকটির দেখা পেতে তার সময় লেগেছে ১৩ বছর ২৩ দিন।
সাকিব একই মাইলফলক ছুঁয়েছেন ২২৮তম ম্যাচে ২১৬তম ইনিংসে। তার সময় লেগেছে ১৬ বছর ২২৪ দিন।
মুশফিকের লাগলো ১৬ বছর ২২৬ দিন। তামিম ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২০২০ সালে এই সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে।
সাকিব শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ওয়ানডেতে। ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড হাশিম আমলার। ১৫০তম ইনিংসে মাইলফলকটি ছুঁয়েছিলেন সাবেক এই প্রোটিয়া ওপেনার।