Bangladesh requests the United States to solve the student visa problem

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের সুযোগ না পাওয়ায় বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি ও বৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় ভিসার বিষয় সহজতর হবার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকারের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশের চলমান লকডাউনের কারণে ঢাকায় মার্কিন দূতাবাসের সাক্ষাৎকারের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করা হবে। যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে নির্ধারিত শিক্ষাবর্ষে গিয়ে পড়াশোনা করতে পারেন।

দেশে করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করায় যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীরা এ সংকটের মধ্যে পড়েছে। এর মূল কারণ হচ্ছে, দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর পর পর গেল বুধবার মার্কিন দূতাবাস ১৬ মে পর্যন্ত সব ভিসার সাক্ষাৎকার বাতিল করেছে। এর জন্য অনেক শিক্ষার্থী ভিসা পাবার বিষয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।