Personal Correspondent:
সামাজিক সংগঠন বাংলা বর্ণের দশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল তিনটার সময় লক্ষ্মীপুরে প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযুদ্ধা মার্কেটের (৪র্থ তলায়) ফুড গার্ডেন চাইনিজ রেস্তোরাঁয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে বাংলা বর্ণের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের (অবসর প্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, মুক্ত বাঙালি মিডিয়া সেন্টারের চেয়ারম্যান ডাক্তার কামালুর রহিম সমর৷
আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থাপনা করেন, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী মুনতাহা আফরিন মাহা৷ এসময় লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যয়নরত ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা তাসনিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়৷ ফাতেমা-তুজ-জোহরা তাসনিম কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট একজিবিশন ২০২০ সালের সেরা চিত্রশিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেন৷ এ প্রতিযোগিতা বাংলাদেশ, ভারত, চীন, নেপাল ও সিঙ্গাপুরের চিত্র শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে৷
এ সভা থেকে ফজলুল আজিম শিকদারকে আগামী তিন মাসের জন্য কেন্দ্রীয় বাংলা বর্ণের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে৷ এবং আইসিটি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত শিশুদের জন্য নিরাপরাধ ইন্টারনেট অনলাইনে প্রশিক্ষণে উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে সনদ প্রধান করা হয়৷