New Deputy Commissioner in Lakshmipur interacted with journalists

Personal Correspondent:

Lakshmipur জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।

সভায় জেলার উন্নয়ন, অনুন্নয়ন, সমস্যা-সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, আলোকিত লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক এ্যাড. হাফিজ উদ্দিন, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বিটিভি লক্ষ্মীপুর প্রতিনিধি জহির উদ্দিন, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো. আলী হোসেন, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, মাসিক বাংলা আওয়াজের সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, আপনাদের মাধ্যমে যেসব বিষয়ে অবগত হয়েছি। সবগুলো সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমার পিছুটান নেই, চাওয়া পাওয়ার ও কিছু নেই, লক্ষ্মীপুরে উন্নয়নের কাজ করতে চাই।

দুর্নীতিমুক্ত জেলা উপহার এবং মানুষের সেবা করার জন্য এসেছি। যখন যেখানে ছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাজের মূল্যায়ন করেছেন৷ এ জেলায় আসার পূর্বেই লক্ষ্মীপুরের কৃতি সন্তান সরকারী উচ্চপর্যায়ের স্যারদের সাথে এমনকি সাবেক জেলা প্রশাসক একে এম টিপু সুলতান ও জিল্লুর রহমান স্যারের সাথে আলোচনা করেছি কিভাবে লক্ষ্মীপুরের সম্ভাবনাকে বাস্তবে রুপান্তর করা যায়৷ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়াসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।