own reporter
লক্ষ্মীপুরে তৃণমূল পর্যায়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ জুন) কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইকবাল মাহমুদ।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো. বনি আমিন, সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহছানুল কবির রিপন, উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন, ১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু’সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি কার্যালয়ের সচিবগণ।