লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের কাজল কায়েসকে সভাপতি ও লক্ষ্মীপুর টোয়েন্টিফোরের সানা উল্লাহ সানুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে বাংলাদেশ জার্নালের মীর ফরহাদ হোসেন সুমনকে সহ-সভাপতি, বার্তাবাজারের শাকের মোহাম্মদ রাসেলকে যুগ্ম-সাধারণ সম্পাদক, বাসসের মামুনুর রশিদকে অর্থবিষয়ক সম্পাদক, মোহনা নিউজের জামাল উদ্দিন রাফিকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, একাত্তরকণ্ঠের বেলাল উদ্দিন সাগরকে দফতর সম্পাদক, জেটিভি অনলাইনের রুবেল হোসেনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আমার স্বাধীনতার আনিছ কবির, লক্ষ্মীপুর টাইমসের রাজু হাসান ও পরিবর্তন ডটকমের পলাশ সাহাকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সদস্য আবু মুসা মোহন, সুমন দাস, জামাল উদ্দিন বাবলু, ওয়াহিদুর রহমান মুরাদ, হাসান মাহমুদ শাকিল, রাকিব হোসেন আপ্র, ফরহাদ হোসেন ও জুনাইদ আল হাবিব।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ নভেম্বর লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রতিনিধি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান।
শুক্রবার রাতে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।