During lockdown, 4 sailors including trawler were detained at passenger crossing

আজ বুধবার (১৪ এপ্রিল) বেলা ১২.30 টায় লক্ষ্মীপুর হতে ট্রলার দুটিতে ৪০০ যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটের দিকে আসছে। এসময় মাঝ নদী থেকে তাদেরকে আটক করে নৌ-পুলিশ।

আটককৃত মাঝিরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও মেহেন্দীগঞ্জের মোশারেফ।

পূর্ব ইলিশা সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোর থেকেই মেঘনা নদীতে নৌ-পুলিশ টহল দিচ্ছিল। সকালে লক্ষ্মীপুর থেকে দুটি ট্রলারে প্রায় ২’শ করে ৪’শ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছে। মাঝ নদীতে নৌ-পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দকৃত ট্রলার দুটি নিলামে বিক্রির পক্রিয়া চলছে বলেও জানান ওসি।