রোনালদো ‘ভালো পারেন না’ বলেই একাদশে ছিলেন না

শেষ পর্যন্ত পর্তুগাল হারেনি, পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে। অনেক সুযোগ হারিয়ে ম্যাচটা আর জেতা হয়নি স্পেনের। তবে পর্তুগাল হেরে গেলে সম্ভবত এ নিয়ে আলোচনা অনেক বেশি হতো। এবারের নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে পরশু স্পেনের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রেখেই যে নেমেছিল পর্তুগাল!

সেটি যদি চমক জাগিয়ে থাকে, তবে এমন সিদ্ধান্তের যে ব্যাখ্যা দিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস, সেটি আরও বেশি চমকে দেবে। সান্তোসের কাছে মনে হয়েছে, রোনালদোর বদলে যাঁকে মূল একাদশে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন, সেই আন্দ্রে সিলভা এমন কিছু করতে পারেন, যা রোনালদো অত ভালোভাবে করতে পারেন না!

রোনালদোর বয়স ৩৭ হয়ে গেছে ঠিকই, তবু গত এক যুগ বিশ্ব–ফুটবল মাতিয়ে রাখা, যুগ ছাপিয়ে সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায় জায়গা করে নেওয়া একজনকে নিয়ে তাঁরই কোচের এমন কথা রোনালদো ভক্তরা ভালোভাবে না-ই নেওয়ার কথা।

image_pdfimage_print