Chief Justice's initiative for quick settlement of revenue cases

মামলায় আটকে আছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায়। এখন রাজস্বসংক্রান্ত এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। সপ্তাহের তিন দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এসব মামলা শুনানির জন্য কার্যতালিকায় রাখা হচ্ছে।

এদিকে এসব মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আদালতকে সহায়তা করতে অ্যাটর্নি জেনারেল বিশেষ আইনজীবী প্যানেল গঠন করেছেন। ঐ প্যানেলে অ্যাটর্নি জেনারেল ছাড়াও দুই জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও দুই জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে রাখা হয়েছে।

 

এদিকে বৃহস্পতিবার আপিল বিভাগে রাজস্বসংক্রান্ত ৩৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলা নিষ্পত্তির ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা কয়েক শ কোটি টাকার রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাজস্বসংক্রান্ত প্রায় ৯ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুলসংখ্যক মামলার বিপরীতে ২৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায় আটকে আছে। এর মধ্যে হাইকোর্টে রায় ও আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ৬০৫টি আপিল বিচারাধীন। এসব মামলার বিপরীতে রাজস্ব আটকে আছে ৪ হাজার ৫২৬ কোটি টাকা।

 

 

 

হাইকোর্টে ৫ হাজার ৩৪৭টি রিট মামলার বিপরীতে জড়িত ১৬ হাজার কোটি টাকা এবং ট্যাক্স ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিচারাধীন আপিলের সংখ্যা ২ হাজার ৭৮৮। এসব আপিলের বিপরীতে আটকা রয়েছে ৩ হাজার ২৩২ কোটি টাকা। হাইকোর্টে এসব মামলা নিষ্পত্তির জন্য চারটি দ্বৈত বেঞ্চকে এক্তিয়ার দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তি হচ্ছে হাইকোর্টের রায় বা আদেশের বিরুদ্ধে করা আপিলসমূহের।

দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ইত্তেফাককে বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা রাজস্বসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকেও আমরা আদালতকে সহযোগিতা করছি। যাতে দ্রুত শুনানি ও নিষ্পত্তি হয়। আশা করছি দুই-এক মাসের মধ্যে এসব মামলার শুনানি ও নিষ্পত্তি সম্ভব হবে। তিনি বলেন, এসব মামলার কারণে সরকারের রাজস্ব আদায় বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে সরকার রাজস্ব আদায় করতে পারবে। ফলে বহুগুণে রাজস্ব আদায় বাড়বে।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, রাজস্বসংক্রান্ত প্রতিটি মামলাই একই প্রকৃতির। অধিকাংশ মামলায় ইতিপূর্বে আপিল বিভাগের রায় রয়েছে। ঐসব রায়ের আলোকে এসব মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, উচ্চ ও নিম্ন আদালতে দায়েরকৃত মামলার কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারছে না। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ জানিয়ে চিঠি দেয় এনবিআর। পরে রাষ্ট্রপক্ষে এসব মামলা পরিচালনা করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠন করেন তিনি।