Two killed, 20 injured as tourist bus overturns in Rangamati

রাঙ্গামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলেই বাসের চাপায় দুইজন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের চাপায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু করে।

বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইটভাটার শ্রমিকরা চট্টগ্রাম থেকে বাসযোগে রাঙ্গামাটিতে ঘুরতে আসে। সন্ধ্যায় চট্টগ্রাম ফেরত যাওয়ার পথে মানিকছড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে বাসের নিচের দুইজন পর্যটক চাপা পড়ে মারা যান। এছাড়া বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করে। বাসের নিচে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মো. আকতার জানান, চট্টগ্রাম শহর থেকে পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। পরে ফিরে যাওয়ার সময় বাসটি মানিকছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে আছে দুইজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।