Aarong fined 100,000 taka in front of the mayor

করোনা মহামারির স্বাস্থ্যবিধি না মেনে আড়ংয়ের শপিংমল খোলা রাখায় এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

 

 

বৃহস্পতিবার বিকেলে শপিংমলগুলো পরিদর্শনে বের হন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এসময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জরিমানার বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনা মহামারিতে ঠেকাতে শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। কিন্তু আড়ংয়ে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করছেন। এজন্য জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।

 

image_pdfimage_print