own reporter
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে বাজার ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যালয়ে ভাংচুর চালিয়ে ইজারা ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা আবু তালেবের বিরুদ্ধে। এতে বাধা দিতে গিয়ে বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ কমপক্ষে ৫ জন ব্যবসায়ী আহত হয়েছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় বাজার জুড়ে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মান্দারী বাজার বণিক সমিতি সভাপতি শামছুদ্দিন সাজু জানান, সদর উপজেলার হাট বাজার ইজারার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। তিনি ইজারায় অংশ নিতে একটি ফরম কিনেন। রাত থেকে ওই ফরম নিতে স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা আবু তালেব তাকে চাপ সৃষ্টি করে আসছিল।
এতে রাজি না হওয়ায় দুপুরে রুবেল ও তালেবের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী বণিক সমিতি কার্যালয়ে এসে হামলা চালায়। এসময় তাদের মারধর করে অফিসের চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাংচুর করে ইজারা ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা লুটে নিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সমবেত হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
তবে এঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দীন জানান, বণিক সমিতি অফিসে সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।