বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নতুন অর্থবছরে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এটিকে সহনীয় মাত্রায় রাখতে গত সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমানোর কথা বলেছেন গভর্নর। অথচ সরকার ব্যাংক খাত থেকে আরও অনেক বেশি ঋণ নেওয়ার লক্ষ্য আগেই নির্ধারণ করেছে। আমি মনে করি, মুদ্রানীতিতে ঋণপ্রবাহ কমানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তাতে বেসরকারি খাতে বিনিয়োগ আরও কমে যাবে। আর মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪ শতাংশ ছাড়িয়ে গেলে তা সামগ্রিক ব্যবসায়িক পরিবেশকেই ব্যাহত করবে। তাতে অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতাও হ্রাস করবে।
বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নতুন অর্থবছরে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এটিকে সহনীয় মাত্রায় রাখতে গত সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমানোর কথা বলেছেন গভর্নর। অথচ সরকার ব্যাংক খাত থেকে আরও অনেক বেশি ঋণ নেওয়ার লক্ষ্য আগেই নির্ধারণ করেছে। আমি মনে করি, মুদ্রানীতিতে ঋণপ্রবাহ কমানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তাতে বেসরকারি খাতে বিনিয়োগ আরও কমে যাবে। আর মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪ শতাংশ ছাড়িয়ে গেলে তা সামগ্রিক ব্যবসায়িক পরিবেশকেই ব্যাহত করবে। তাতে অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতাও হ্রাস করবে।