বাংলাভাগ নিয়ে আসিফ-নচিকেতার গান

বাংলাভাগের আফসোস আর সীমান্তে কাঁটাতারের ক্ষোভ নিয়ে নতুন একটি গান তৈরি হয়েছে। গানের শিরোনাম ‘কাঁটাতার’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটি লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আসিফ আলতাফ।

সহশিল্পী হিসাবে এতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতজ্ঞ নাচিকেতা। প্রযোজনা করেছে ‘চিরকুট’ সদস্য পাভেল আরিনের বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস। ভিডিওতে উপস্থিত আছেন আসিফ-নচিকেতা দুজই। পাশাপাশি রয়েছে পঙ্কজ বর্মণের প্রাসঙ্গিক চিত্রকর্ম। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘বহুদিন ধরে একটা গান মাথায় ঘুরছিল নচিকেতাকে নিয়েই। তিনি গাইবেন নাকি গাইবেন না এটা ছিল সবচেয়ে বড় সংশয়। তবে গাইবার জন্য আলোচনা থেকে শুরু করে রেকর্ডিং শেষ হওয়া পর্যন্ত নচিকেতার আন্তরিকতা আর পেশাদারিত্ব ছিল লক্ষণীয়। আমার লেখা ও সুরে, আমায় সঙ্গে নিয়েই তিনি গাইলেন-এটা আমার জন্য একটা বিশাল পাওয়া।’