Bangladesh runs 52, Tamim alone 50

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এসময় দেখা গেল বাংলাদেশের দলীয় সংগ্রহ ৫২, এর মধ্যে ৫০ রানই তামিমের একার। মাত্র ৬৩ মিনিটে ৫৬ বল খেলে অর্ধ শতকে পৌঁছেছেন এই মারকুটে ওপেনার। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২১ ওভারে দুই উইকেট হারিয়ে ৭০ রান। শ্রীলঙ্কা এখনো ৩৭ রানে এগিয়ে আছে, তামিম অপরাজিত ৬৩ রানে।

 

 

 

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারের প্রথম বলে ব্যক্তিগত এক রানে ওপেনার সাইফ হাসানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন লঙ্কান পেসার লাকমল। পরে সপ্তম ওভারে এই লাকমলই শূন্য রানে ফেরান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে।