England squad announced for Bangladesh, two surprises in the squad

আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে নতুন মুখ টম অ্যাবেল ও রেহান আহমেদ। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব মাহমুদ।

রেহান আহমেদ ইংল্যান্ডের হয়ে টেস্ট খেললেও রঙিন পোশাকে এবারই অভিষেক হতে যাচ্ছে। একইসাথে অভিষেক হতে যাচ্ছে টম অ্যাবেলের।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার। তবে পিএসএল খেলার জন্য দেখা যাবে না ওপেনার অ্যালেক্স হেলসকে। তবে ডেভিড মালান, জেসন রয়, মইন আলী, স্যাম কারানদের নিয়ে গড়া শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড।

আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংলিশরা। এরইমধ্যে বাতিল হয়েছে ইংলিশদের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আগামী ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

image_pdfimage_print