Celebrating 26th anniversary of Nischa in a colorful event

Personal Correspondent:

ব্যান্ড দলের বাদ্যের তালে তালে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানা শহরের আফজাল রোডের মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রদক্ষিন করে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছসহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সদস্যবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দসহ অন্যান্যরা।

আলোচনা সভায় ‘নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জাতীয়পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মানিক, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ‘নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও নিসচা’র সদস্য সামছুল আলম বিত্ত প্রমূখ। আলোচনা শেষে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।