প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে যোগ দিলেন নূরএলাহী মিনা

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. নূরএলাহী মিনা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেষনে নিয়োগ সংক্রান্ত এ আদেশ জারি হয়।

এর আগে, নূরএলাহী মিনা যুক্তরাষ্ট্রে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত সাফল্যের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে সম্পর্ক স্থাপন ও যোগাযোগ রক্ষার মাধ্যমে তিনি এ কার্যভার সামলেছেন।

কর্মজীবনে ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত নূরএলাহী প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, ২০০৫ সালে বিসিএস তথ্য ক্যাডার হিসেবে বাংলাদেশ বেতারে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১০ পর্যন্ত বাংলাদেশ বেতারে সহকারী পরিচালক ও উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. নূরএলাহী মিনা।