'I can't live without food, so I can't lose my dignity'

কথা প্রসঙ্গে খানিকটা ক্ষোভের সুরে এই অভিনেত্রী বলেন, ‘মিডিয়ার অনেকে মনে করেন, আমরা সমসাময়িক যারা আছি, তারা হারিয়ে গেছি। সিনেমা বা অন্য কোনো মাধ্যমে আমরা আর কোনো কাজে আসব না। কিন্তু আমি মনে করি, আমরা এখনো হারিয়ে যাইনি।’

এই অভিনেত্রীর মন্তব্য, ‘এ সময়ের করপোরেটরা আমাদের নিয়ে কাজ করতে চায় না। মনে রাখে না। তারা নতুনদের নিয়েই কাজ করে, করতে চায়। কিন্তু আমি মনে করি, এ সময়ের শিল্পীদের কাজের ক্ষেত্রে জানাশোনার পরিধির কিছুটা অভাব আছে। অনেক সময় তাঁদের সম্পর্কে অভিযোগও পাই। কিন্তু আমরা যখন এখানে কাজ করতে এসেছিলাম, জেনে–শিখেই এসেছিলাম। তখন কাজটা কাজের মতো করেই করেছি। যদি আমাদের মতো পুরোনোদের সঙ্গে নতুনদের সমন্বয় করে কাজ হতো, তাহলে নতুনেরা শিখতেও পারতেন, জায়গাটাও শক্তিশালী হতো।’

১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় অরুণা বিশ্বাসের। এ পর্যন্ত প্রায় শতাধিক ছবিতে নায়িকা হয়েছেন। কাজ করেছেন অর্ধ শতাধিক ছবিতে চরিত্র অভিনেত্রী হিসেবে। তবে দীর্ঘদিন আর নিয়মিত অভিনয় করেন না। তবে এখন মাঝেমধ্যে নির্মাতা হিসেবে কাজ করেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘শান’। ছবিটি গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

নিয়মিত অভিনয় না করা প্রসঙ্গে একসময়ের জনপ্রিয় এই নায়িকা আক্ষেপ করে বলেন, ‘এখন তো শুধুই মায়ের চরিত্রে ডাকা হয়। আমি নানির চরিত্রেও অভিনয় করতে রাজি। কিন্তু গল্পকেন্দ্রিক হতে হবে চরিত্র। সেটা তো হচ্ছে না। আমাদের নিয়ে গল্প লেখা হয় না। তা ছাড়া অনেক সময় পারিশ্রমিকও দিতে চান না। পোস্টারে আমাদের সমসাময়িক শিল্পীদের ছবি নগণ্যভাবে প্রকাশ করা হয়। অথচ পার্শ্ববর্তী দেশের সিনেমা, নাটকে উল্টো চিত্র। তাঁরা জ্যেষ্ঠ তারকাদের কত সম্মানের জায়গা রেখে কাজ করছেন।’ এই অভিনেত্রীর বক্তব্য, ‘না খেয়ে থাকতে পারি, তাই বলে তো মানসম্মান শেষ করতে পারি না।’

এদিকে সরকারের অনুদানের ‘অসম্ভব’ সিনেমাটি পরিচালনা করছেন অরুণা বিশ্বাস। ছবির শুটিং শেষ। এখন আবহসংগীতের কাজ চলছে। এই অভিনেত্রী বলেন, ‘পোস্ট–প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। আশা করছি, চলতি মাসেই সেন্সর বোর্ডে জমা দিতে পারব।’কবে নাগাদ মুক্তি দেবেন জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন, ‘অনুদানের নীতিমালা অনুযায়ী এ বছরই মুক্তি দিতে হবে। আশা করছি, নভেম্বরে মুক্তি দিতে পারব।’

‘অসম্ভব’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জোছনা বিশ্বাস, স্বাগতা, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, গাজী আবদুর নুর প্রমুখ।সম্ভব’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস

image_pdfimage_print