After failing to rape, the woman was killed by throat slitting

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ এলাকায় ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার (২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে একই এলাকায় ভাড়া থাকতো এবং মানুষের বাড়িতে কাজ করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তানিয়ার গ্রামে বিয়ে হয়। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর দুই বোনকে নিয়ে আইলপাড়া ভাড়ায় বসবাস করে আসছে। মানুষের বাড়িতে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল। ওইসময় কে বা কারা কেন গলাকেটে হত্যা করেছে জানা যায়নি।’

তিনি বলেন, তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে গলাকেটে হত্যা করেছে । তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরো বলেন, হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।