ভারতের কর্ণাটকের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ও বিধায়ক কে আর রমেশ কুমার রাজ্য বিধানসভায় ধর্ষণ নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন।
অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণের তুলনা করে তিনি বলেন, ‘একটা কথা আছে যে যখন ধর্ষণ অনিবার্য, তখন তা উপভোগ করুন।’
বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের তিনি ওই আপত্তিকর মন্তব্য করেন। রমেশ কুমার কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার। খবর এনডিটিভির।
তার এ বক্তব্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেওয়ায় কয়েক ঘণ্টা পর টুইটারে এক পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন রমেশ। তিনি লেখেন, ধর্ষণ নিয়ে করা মন্তব্যের জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার উদ্দেশ্য জঘন্য অপরাধকে আলোকিত করা ছিল না। আমি এখন থেকে আমি সাবধানে আমার শব্দ চয়ন করব।