Beat policing rally in Chandraganj against rape and torture

own reporter

‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জ ইউপি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।

স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, ইউপি সদস্য ওবায়দুল হক পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী, ইউপি সদস্য ও নারী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী একটি র‌্যালি বের করা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আইনের প্রয়োগ ছাড়াও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।