‘দর্শককে হলমুখী করতে দেশে ভারতীয় সিনেমা মুক্তির পরিকল্পনা চলছে’

দর্শককে হলমুখী করার জন্য নির্দিষ্ট পরিমাণে ভারতীয় সিনেমা দেশে মুক্তির পরিকল্পনা করেছে সরকার; জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির দাবি জানিয়ে ১৯টি চলচ্চিত্র সংগঠন প্রস্তাব দিয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী এই প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। সংগঠনগুলোর প্রস্তাব বিবেচনা করেই তিনি ভারতীয় সিনেমা আমদানির পরিকল্পনার কথা জানান। বলেন, প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করা হবে।

এ সময় শর্ত সাপেক্ষ ভারতীয় হিন্দি ছবি আমদানির প্রস্তাব তথ্যমন্ত্রীর হাতে তুলে দেন পরিচালক কাজী হায়াৎ।