তুরস্কে পাওয়া গেল ১৮০০ বছর আগের ভাস্কর্য

তুরস্কে এক হাজার ৮০০ বছর আগের একটি ভাস্কর্য পাওয়া গেছে। গতকাল শনিবার সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ থেকে নারী ভাস্কর্যটি পাওয়া গেছে।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের খনন বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, ইজমির প্রদেশের তোরবালি জেলার মেট্রোপলিস শহরে ভাস্কর্যটি পাওয়া গেছে। চলতি বছরের শেষ পর্যন্ত চলবে খনন কাজ।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলাল বায়ার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কয়েক বছর ধরে অনুসন্ধান চলছে সেখানে। মেট্রোপলিস শহরে ক্ল্যাসিকাল, হেলেনিস্টিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান যুগের নিদর্শন রয়েছে।