মহামারির মধ্যে তিন সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে ভোটের মাঠ কতটুকু গরম হবে তা বুঝতে ঢের বাকি এখনো। তবে মনোনয়নপ্রত্যাশীরা বসে নেই। আগামী ২৮ জুলাই হতে যাচ্ছে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন। তিন আসনেই ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা।
এসব আসনে দলীয় মনোনয়ন কারা পাচ্ছেন তা নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আলোচনা থাকলেও সবার নজর ঢাকার আসনটির দিকেই বেশি। আজ শনিবারই জানা যাবে কে পাচ্ছেন এসব আসনে আওয়ামী লীগের টিকিট।
আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে প্রার্থী। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন ৩৪ জন। কুমিল্লা-৫ আসনে ৩৫ ও সিলেট-৩ আসনে ২৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন।