Dr. Jamaat's concern over Yunus' sentence

শ্রম আইনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে সাজা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, ‌ড. ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তাঁর বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে মামলা দায়ের করে। সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছে, তাতে প্রতীয়মান হয় ড. ইউনুস প্রতিহিংসার শিকার।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক মাস ধরে আদালতের ফরমায়েসি রায়ে রাজনৈতিক নেতাদের সাজা দেওয়া হচ্ছে। ড. ইউনুসও তার ব্যতিক্রম নন। সরকার জনপ্রিয় ব্যক্তিদেরকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।