Jamaat Secretary General Mia Golam, 9 leaders arrested

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ শীর্ষস্থানীয় নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাদের আটক করে ভাটারা থানা পুলিশ। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই উপকমিশনার বলেন, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নয় জনকে আটক করি। এর মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত।’

image_pdfimage_print