Artist Paltu is no more

চারুশিল্পী জোয়ারদার মাহমুদ পল্টু মারা গেছেন। মঙ্গলবার (১০ মে) বিকেলে চিকিৎসার জন্য ঝিনাইদহের গ্রামের বাড়ি থেকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।

পল্টুর শ্যালক শিমুল আহসান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শিমুল আহসান জানান, সোমবার (০৯ মে) জোয়ারদারের হার্ট অ্যাটাক হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, বুধবার (১১ মে) ঝিনাইদহ সদরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পল্টুকে দাফন করা হবে।

পল্টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্র। তিনি কাজ করতেন ফ্রিল্যান্সার হিসেবে। ছাত্রজীবন থেকেই তিনি চারুকলার মঙ্গল শোভাযাত্রার সঙ্গে যুক্ত ছিলেন। শোভাযাত্রার জন্য মুখোশ এবং অন্যান্য উপকরণ নির্মাণের দক্ষতার জন্য তিনি ছিলেন পরিচিত। একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা ও অঙ্কনের কাজেও তিনি সম্পৃক্ত থাকতেন।

এছাড়া, ২০১৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ছিলেন পল্টু।