own reporter
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা চেষ্টা মামলার আসামী পারভেজকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত সোমবার (১৩জুলাই) গভীর রাতে সদর উপজেলার গণিপুর গ্রামের সৌদি প্রবাসী মামুনের ঘরের (একই বাড়ীর আবুল কাশেমের বখাটে ছেলে পারভেজ) বেড়া খুলে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তারকে ধর্ষণের চেষ্টা করে। এসময় পারভীনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে পারভীন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন৷
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীনের নির্দেশনায় এস.আই মো. সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আসামী পারভেজকে (১৪ জুলাই) সন্ধ্যায় গণিপুর গ্রামের মোশারফ মিয়ার এতিমখানা এলাকায় শ্যামলের চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, ‘আসামী পারভেজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।