Those who are contesting in Chandraganj UP by-election

own reporter

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির প্রার্থীসহ ৪জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্ব স্ব দলের প্রার্থীরা সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী নুরুল আমিন

প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী নুরুল আমিন, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ, বিএনপি নেতা মোহাম্মদ আলী (স্বতন্ত্র প্রার্থী) ও সাংবাদিক মোহাম্মদ হাসান (স্বতন্ত্র প্রার্থী)।

মোহাম্মদ হাসান (স্বতন্ত্র প্রার্থী)

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ৪জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল আমিন তার মনোনয়নপত্র দাখিল করেন বিকেল পৌঁনে ৪টায়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সামছুদ্দিন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফাসহ যুবলীগ-ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

বিএনপি নেতা মোহাম্মদ আলী (স্বতন্ত্র প্রার্থী)

প্রসঙ্গত, গত ১৬ আগষ্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাআক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক শূন্যপদে উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারিত রয়েছে।