সাত বছর আগে নিজের প্রথম ভিডিওটি আপলোড করেন রাবা। প্রথমে ইউটিউব, পরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে। শৈশব থেকেই নাচ, গান, অভিনয় করতেন তিনি। যখন হাতে মুঠোফোন এল, সেটা দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করা শুরু করেন। তিনি বলেন, ‘ইউটিউবে যখন চ্যানেলটা খুললাম, ইচ্ছে ছিল কেবল ফানি ভিডিও নয়, নানা রকম ভিডিও দেব। কিন্তু তখন নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি, এখন দিচ্ছি। আর এখন এটাই আমার প্যাশন ও পেশায় পরিণত হয়েছে।’
তবে ঘরবন্দী মানুষকে দুদণ্ড শান্তি দিতে সম্প্রতি কণ্ঠে তুলে নিয়েছেন গান রাবা। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ করেছেন আরাফাত মহসিনের সঙ্গে নিজের গাওয়া দুটি নতুন গান ‘দমকা হাওয়া’ ও ‘মহারানি’র লিরিক ভিডিও। পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে চান তিনি। প্রকাশের অপেক্ষায় রয়েছে সেই অ্যালবামের আরও কয়েকটি গান।