খারকিভে ধ্বংসাত্মক হামলার পর রাশিয়া এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় হামলার ব্যাপারে সাবধান করে দিল বাসিন্দাদের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে দিয়ে মঙ্গলবার বলেছে, তারা কিয়েভের লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রস্তুতি নিচ্ছে।
কিয়েভ প্রযুক্তি কেন্দ্রে হামলার পরিকল্পনার কথা জানিয়ে রুশ কর্তৃপক্ষ এর আশপাশের বাসিন্দাদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
রাশিয়ার সেনা, ট্যাংক ও সাঁজোয়া যানের এক বিশাল বহর কিয়েভ শহরের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে মস্কোর এ হুঁশিয়ারি এলো।
মঙ্গলবার বিকেলে জারি করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, তাদের বাহিনী ‘ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবার প্রযুক্তিগত কেন্দ্র’ এবং কিয়েভের ‘মনোযুদ্ধ কেন্দ্রে’র ওপর নিখুঁত লক্ষ্যের হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জাতীয়তাবাদীদের দ্বারা রাশিয়ার বিরুদ্ধে উসকানি সৃষ্টিতে ব্যবহৃত ইউক্রেনীয় এবং সেই সঙ্গে রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ’
রুশ কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা ঠেকাতে এই হামলা চালানো হচ্ছে।