দুঃসময়ে আবারো পেছনে ফেললেন আর্লিং হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপের রেকর্ড চুরমার করে দিলেন ম্যান সিটির এই সুপারস্টার এরলিং হালান্ড।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ৩০ গোল করার কীর্তি অর্জন করে ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড।
এমবাপে যখন চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল করেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৩৫২ দিন। হালান্ড সেই কীর্তি অর্জন করলেন ২২ বছর ২৩৬ দিনে।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিরুদ্ধে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেছিল লিপজিগ। সেই ম্যাচেই ৭-০ গোলে সিটি বিধ্বস্ত করল বুন্দেশলিগার ক্লাবকে।
বিরতির আগে এবং পরে ৩৫ মিনিটে স্পেলে চলে হালান্ডের গোল তাণ্ডব। পাঁচ-পাঁচটা গোলই করে যান হালান্ড। একটি করে গোল কেভিন ডি ব্রুইন এবং ইকের গুণ্ডেগানের।
আর পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করার পরেই হালান্ড পেরিয়ে যান এমবাপেকে। সেই সঙ্গে হালান্ড ছুঁয়ে ফেললেন মেসিকেও।
চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি রয়েছে মাত্র দুজনের- লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানো। মেসির সেই রেকর্ডেও থাবা বসালেন নরওয়েজিয়ান সুপারস্টার।
লিগে দ্রুততম ৩০ গোলের মালিকও এখন হালান্ড। মাত্র ২৫ ম্যাচেই ৩০ প্লাস গোল হয়ে গেলো তাঁর। অথচ কিছুদিন আগেই বলা হচ্ছিলো গতি কমে গেছে হালান্ডের।
সব মিলিয়ে চলতি সিজনে হালান্ড ৩৯ গোল করে ফেললেন। ৬২ মিনিটে কোচ গুয়ার্দিওলা হালান্ডকে তুলে না নিলে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল লিপজিগের জন্য।
তবে এতে চ্যাম্পিয়ন্স লিগে ডাবল-হ্যাটট্রিকের কাছে এসেও হতাশ হতে হল তাঁকে। নরওয়ের তারকা ম্যাচের পরে বলে দিয়েছেন, আমি কোচকে বলেছিলাম, ডাবল-হ্যাটট্রিক করতে চাই।