বুধবার (২৬ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফি’লিস্তি’নিদের জন্য এই অর্থসাহায্য ঘোষণা করেছেন। এক টুইটে কাতারি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি
বলেছেন, আমরা ফি’লিস্তি’নে আমাদের ভাইদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও স্থায়ী সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও দখলদার ইস’রায়ে’লের মধ্যে যু’দ্ধ’বির’তিতে বেশ কয়েকবার মধ্যস্থতা করেছে কাতার। ফি’লি’স্তিনিদের জন্য মানবিক ও উন্নয়’নমূলক সহায়তা
হিসেবে ইতোমধ্যে শত শত কোটি ডলার দিয়েছে মুসলিম এই দেশটি। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ বলেছে, গা’জায় ইস’রায়ে’লের সাম্প্রতিক হা’ম’লার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং বি’ধ্ব’স্ত বা’ড়িঘরসহ বিভিন্ন পরিষেবা পুন’র্নির্মাণে এই অর্থ সাহায্য দেয়া হচ্ছে। বিভিন্ন পরিষেবা পুন’র্নির্মাণে এই অর্থ সাহায্য দেয়া হচ্ছে।