এবার ঝুঁকিতে ডয়েচ ব্যাংক, শেয়ারের দরপতন

শুক্রবার জার্মানির বৃহত্তম ঋণদানকারী ডয়েচ ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে, যার ফলে ইউরোপীয় দেশগুলোর আর্থিক খাতের দৃঢ়তা নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার নির্ধারিত সময়ের আগেই কিছু কর্পোরেট বণ্ড পুনরায় কিনে নিবে বলে ঘোষণা দেয়ার পর কোম্পানিটির শেয়ারের মুল্য এক পর্যায়ে ১৪ শতাংশের বেশি হ্রাস পায়। ইউরো স্টক মার্কেটে ৬০০ ব্যাংক সূচকে প্রতিষ্ঠানটি বিকালের দিকে ৫ শতাংশ হারায়।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এই অবস্থা আর্থিক অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। ২০০৮ সালেও একই ধরনের সংকটে পড়েছিল বিশ্ববাজার।

এদিকে, অন্যান্য প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠানের শেয়ারেরও দরপতন ঘটেছে।

এগুলোর মধ্যে, সুইজারল্যান্ডের ইউবিএস, ফ্রান্সের সোশিয়েতে জেনারেল এবং ব্রিটেনের বারক্লেস অন্তর্ভুক্ত রয়েছে।

সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতের নজরদারি প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের বন্ডের মূল্যমান শূন্যতে নামিয়ে এনেছে।

উল্লেখ্য, একইধরনের বন্ড দিয়ে শক্তি বজায় রাখার চেষ্টা চালানো ইউরোপের অন্যান্য ব্যংকের মধ্যেও এই পরিস্থিতি সংক্রমিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

পর্যবেক্ষকরা অনুমান করছেন যে, বিশ্বের প্রধান অর্থনীতিগুলো মুখ্য সুদের হার বৃদ্ধি করে চলার ফলে ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য কঠিন সময় আসছে।

ডয়েচ ব্যাংক একটি বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা। যার সদর দফতর জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে দ্বৈত তালিকাভুক্ত। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ এশিয়ার ৫৮টি দেশে এর কার্যক্রম চলমান।