এক সপ্তাহের মধ্যেই বোলিংয়ে ফিরছেন নাঈম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির মেডিকেল বিভাগ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন আগের থেকে অনেক ভালো। আরও সপ্তাহখানেক পর আবার দেখবে বলল। ১২ বা ১৫ তারিখ বোলিং শুরু করতে পারব, আশা করছি। এখন সাইক্লিং আর জিম করছি।’

চোটের সঙ্গে অনেক দিন ধরে লড়াই, ফেরার পর আবার চোটে পড়া—হতাশা ঘিরে ধরাই স্বাভাবিক। নাঈম অবশ্য ক্যারিয়ারের উত্থান–পতনের এ সময়টাকে শিক্ষা হিসেবে দেখতে চাইছেন।

চট্টগ্রাম টেস্টের মতো যেন পরবর্তী সুযোগও দুহাতে লুফে নিতে পারেন, সেই অপেক্ষায় আছেন তিনি, ‘হতাশ হওয়ার কিছু নেই। একজন স্পোর্টসম্যানের জীবনে উত্থান–পতন থাকবেই। চেষ্টা করব, আমি যখন ফিরব, তখন যেন আরও শক্তভাবে ফিরতে পারি। ইনজুরি তো আমার হাতেও ছিল না, কারও হাতেই ছিল না। শ্রীলঙ্কা সিরিজে আমি এমনিতেই শুরুতে ছিলাম না। পরে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এরপর খেললাম, ভালো খেললাম।’

image_pdfimage_print