ঈদবাজারে নিম্নবিত্তদের ভরসা ফুটপাত

ঈদ উপলক্ষ্যে এর মধ্যে রাজধানীর অভিজাত মার্কেটের পাশাপাশি জমে উঠেছে ফুটপাত বাজারও। নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ঈদ কেনাকাটা সারছেন এখান থেকে। করোনার মধ্যেও আসছেন প্রিয়জনের জন্য কেনাকাটা করতে। এবারের ঈদে ফুটপাতের ব্যবসায়ীদের বেচা-বিক্রি তুলনামূলক ভালো, বলছেন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানী জুড়ে প্রায় অর্ধশত রাস্তার ফুটপাতে চলছে ঈদের কেনাবেচা। এর মধ্যে দৈনিক বাংলা মোড়, মতিঝিল জনতা ব্যাংকের সামনে, মতিঝিল শাপলা চত্বরের চারদিকের ফুটপাত, বায়তুল মোকাররম মসজিদের উত্তর-পশ্চিম গেটের সামনে, ফকিরাপুল এলাকা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স সমিতি মার্কেট, গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাত, নয়াপল্টনের ভিআইপি সড়কের ফুটপাত, গোলাপ শাহ মাজার সংলগ্ন ফুটপাত, বঙ্গবাজার, নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদ নিচকের ফুটপাতেও জমে উঠেছে ঈদের বেচাকেনা। রাজধানীর উত্তরায় অভিজাত মার্কেটের সামনে ফুটপাতে শার্ট-প্যান্ট ও বাচ্চাদের পোশাক কিনতে দেখা গেছে অনেককেই।

 

ঈদ উপলক্ষে শিশুকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন এক অভিভাবক। ছবি: সোহেল রেজা

মালিবাগের ফুটপাতে শার্ট ও প্যান্টের পসরা সাজিয়ে বসেছেন কনক দাস নামে এক ব্যবসায়ী। তিনি জানান, বিক্রি ভালোই হচ্ছে। পুলিশি কড়াকড়ি নেই তেমন। সকাল থেকেই ক্রেতা আসতে শুরু করেছেন। মাঝে জুমার নামাজের সময় বিক্রি সাময়িক বন্ধ ছিল। তবে নামাজের পর আবার ক্রেতা সমাগম বেড়েছে।